উঠান বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষ আহত- পাঁচ

Slider গ্রাম বাংলা


টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-২ ( সদর- টঙ্গী) আসনে নৌকা প্রতীকের উঠান বৈঠকে খিচুড়ি খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার সময় গাজীপুর সিটিকরপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডে আউচপাড়া মামকি মোল্লা স্কুলের হল রুমে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থনে রাত আটটা থেকে উঠান বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষে খিচুড়ি খাওয়া হয়। খিচুড়ি খাওয়া নিয়ে স্থানীয় রিংকু ও রবিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা দুই পক্ষকে সরিয়ে দেয়। এরপর দুই পক্ষ স্কুলের বাইরে পৃথকভাবে অবস্থান নিয়ে পরস্পর শক্তি বৃদ্ধি করে। সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উঠান বৈঠকে জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির মোল্লা ও মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়েশা খাতুন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, উভয় পক্ষের আহত অন্তত পাঁচ জন উত্তেজিত হয়ে বাইরে গিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে। পরিস্থিতি অবনতির আশংকায় এলাকায় পুলিশ অবস্থান নেয়। আহতদের মধ্যে সোহান নামে একজনের নাম জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই গ্রুপে মধ্যে মারামারি হয়েছে, তবে জটিল কিছু নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই এলাকা ছিনতাই প্রবণ হওয়ায় পুলিশ দায়িত্ব পালন করছে। এই বিষয়ে কেউ এখনো আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *