প্রথম ইনিংসে লিড নেবার আরো কাছে বাংলাদেশ। তিন অংক ছোঁয়ার আগেই ৭ উইকেট তুলে নেয়া হয়েছে কিউইদের। অলআউট হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
৫ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাবার পর আজ তৃতীয় দিনের খেলাও শুরু হয় দেরিতে, প্রথম সেশন চলে যায় মাঠ পরিচর্যা করতে করতে।
অবশেষে ১২টায় মাঠে গড়ায় খেলা। ডেরিয়েল মিচেল ও গ্লেন ফিলিপস মিলে মন দেন দ্রুত রান তুলায়। মিচেলকে ১৮ রানে ফিরিয়ে এই জুট ভাঙেন নাইম হাসান। সান্টনারও ফিরেন দ্রুত (২)। তাকেও ফেরান নাইম।
নাইমের জোড়া আঘাতে ৯৭ রানেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর মাঝে ফিফটি তুলে নিয়েছেন গ্লেন ফিলিপস। মিরপুর টেস্টে যা একমাত্র ফিফটি। ফিলিপস ব্যাট করছেন ৪০ বলে ৫১ রানে।
২৬ ওভার শেষে ১১৪ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। হারিয়েছে ৭ উইকেট। এখনো লিড ভাঙতে প্রয়োজন ৫৮ রান।