‘আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে খাটো করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। রিপন বলেন, সৈয়দ আশরাফ বলেছেন ‘সমাজে, রাষ্ট্রে যার যা প্রাপ্য তাকে সেইভাবেই সম্মান দেখানো উচিৎ। আমরা জাতীয় ঐক্য চাই। রাজনৈতিক বিতর্কগুলো অবসান হওয়া উচিৎ। আমরা সৈয়দ আশরাফের এমন বক্তব্যকে বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমাদের দল মনে করে নানা ইস্যুতে জাতীয় ঐক্য হওয়া উচিৎ, তা না হলে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। কাউকে ছোট করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যায় না। গ্যাটকো দুর্নীতি মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিপন বলেন, গ্যাটকো দুর্নীতি মামলা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দুই আবেদন খারিজ করে দেয়ার পর তার দল বিএনপি বলছে, আইন বিচার সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে না। ১৫ই আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনে বিরত থাকার আওয়ামী লীগের আহ্বান সম্পর্কে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, জন্মদিন পালন ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমি কিছুই বলতে পারব না।