বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার গ্রেফতার

Slider বাংলার মুখোমুখি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে রিজভী বলেন, ‘মুজিবুর রহমান সারোয়ারকে গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়।’

এদিকে, শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে রিজভী বলেন, ‘দুর্নীতি আর লুটপাট চালিয়ে দেশকে ফোকলা করে দিয়েছে বর্তমান শাসকগোষ্ঠী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আবারো ২০১৪ ও ২০১৮ এর মতো প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের ওপর ভয়াবহ দুঃশাসন জারি রাখতে চায় অবৈধ শাসকগোষ্ঠী। এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় গতরাতে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই- বিএনপি নামক রাজনৈতিক দলটি দুর্বল নয়, এই দলটি বিপুল জনসমর্থিত একটি রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীদের ওপর যতই দমনের স্টিম রোলার চালানো হোক না কেন, চলমান গণ-আন্দোলনের ঢেউকে বাধাগ্রস্ত করা যাবে না।’

তিনি অবিলম্বে মজিবুর রহমান সারোয়ারের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *