সাকার রায় রাজনৈতিক ‘প্রতিহিংসামূলক’: বিএনপি

Slider জাতীয় রাজনীতি

sm_shaka_136793042ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বহালকে রাজনৈতিক ‘প্রতিহিংসা’ বলে ‍অভিযোগ করেছে বিএনপি।  বুধবার (২৯ জুলাই) আপিলের রায় ঘোষণার পর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।  তিনি বলেন,‘আইনজীবীদের মতো আমাদের দল (বিএনপি) মনে করে সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি ন্যায় বিচার পাননি। অন্যায়ভাবে তাকে মৃতুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা এ রায়ে সংক্ষুব্ধ ও সত্যিই মর্মাহত।’  এমনকি তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারে ‘স্বচ্ছতার অভাব ও নানা ক্রুটি বিচ্যুতি’ রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র।  তিনি বলেন, ‘তার (সালাউদ্দিন কাদের চৌধুরী) বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী যেসব অভিযোগ আনা হয়েছে, তিনি সব সময় এসব অস্বীকার করেছেন এবং ওই সময়ে তিনি যে দেশে ছিলেন না, এর স্বপক্ষেও উপযুক্ত প্রমাণাদি আদালতে উপস্থাপন করেছিলেন। কিন্তু‘ বিষয়টি আমলে নেওয়া হয়নি। সাক্ষ্যপ্রমাণাদি উপস্থাপনের পরও সালাহউদ্দিন কাদের চৌধুরী অভিযুক্ত হওয়ায় আমরা বিস্মিত।’  ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘‘পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দণ্ডাদেশের পর পযার্লোচনায় দেখা গেছে- ভিকটিমদের প্রতি কাযর্কর করা অনেক রায় ক্রটিপূY© ছিলো। বাংলাদেশের ইতিহাসেও সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় যেন ভবিষ্যতে একটি ‘জুডিশিয়াল কিলিং’ হিসেবে চিহ্নিত না হয়, সেজন্য প্রত্যাশা করবো-রায়ের রিভিউয়ে তিনি ন্যায় বিচার পাবেন।’’  ‘বিএনপি বরাবরই বিচার বিভাগের প্রাজ্ঞতা ও বিচক্ষণতার প্রতি শ্রদ্ধাশীল’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দল সব সময়ই রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে সুবিচার প্রত্যাশা করে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিএনপির অবস্থান শুরু থেকেই স্পষ্ট। আমরা সর্বদা এ বিচারের পক্ষে।’   ‘তাই শুরু থেকেই বলছি- এই বিচারের প্রক্রিয়া অবশ্যই সব রাজনৈতিক প্রভাব ও চাপমুক্ত পরিবেশে, স্বচ্ছ, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ওপর ভিত্তি করে হতে হবে। কিন্তু লক্ষ্য করছি-এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক চাপ অব্যাহত ছিলো। এরপরও আমরা আইনের শাসন ও বিচার বিভাগের আস্থা রেখে এসেছি,’ যোগ করেন বিএনপির এই নেতা।   এর আগে বুধবার সকালে যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *