১৫ পুলিশ সুপারকে বদলি

Slider সারাদেশ


পুলিশ সুপার পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো: মাহাবুর রহমান শেখ।

যাদের বদলি করা হয়েছে

পুলিশ অধিদফতরের মো: হায়াতুন নবীকে পিবিআইতে, পুলিশ অধিদফতরের মাহফুজুল আলম রাসেলকে এটিইউতে, সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো: আবদুর রহীমকে এটিইউতে, পুলিশ স্টাফ কলেজের মো: মনিরুজ্জামানকে ইটিইউতে, কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো: সাইফুজ্জামানকে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়নে, আরএমপির মো: আরেফিন জুয়েলকে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নে ও ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো: নাছির উদ্দিন যুবায়েরকে আরএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়া এম জাহাঙ্গীর আলম সরকারকে টুরিস্ট পুলিশে, বরিশাল মহানগরীর খান মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগরীর বি এম আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট মহানগরীতে, র‍্যাবের এস. এম ফজলুক হককে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা।

আর বাকি তিন পুলিশ সুপারকে যেখানে বদলি করা হয়েছিল তা বাতিল করে আগের কর্মস্থলে বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *