কেঁদে কেঁদে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করেছেন কাবা শরিফের ইমাম শায়খ উসামা বিন আব্দুল্লাহ আল-খাইয়াত।
গত শুক্রবার জুমার নামাজের খুতবায় কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আবেগঘন এই দোয়া করেন।
দোয়ায় তিনি বলেন, ‘হে আল্লাহ! আপনি মসজিদুল আকসাকে স্বাধীন করুন। হে আল্লাহ! আপনি ফিলিস্তিনে বসবাসকারী মুসলিমদের হেফাজত করুন। সবদিকের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন। ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন এবং আপনি তাদের জন্য সাহায্যকারী ও সমর্থক হয়ে যান।’
খুতবার এ অংশটুকু ‘শুয়ুনুল আই্ম্মাতি ওয়াল মুয়াজ্জিনিন’ নামের ভেরিফাইট এক্স একাউন্ট থেকে শেয়ার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়- এ সময় খতিব শায়খ উসামা বিন আব্দুল্লাহ আল-খাইয়াত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মুসলিম ভাই-বোনদের ব্যথায় ব্যথিত হয়ে অশ্রুসিক্ত হন।