গাজীপুরে বন অফিসে হামলার চেষ্টা, পুলিশ মোতায়েন

Slider গ্রাম বাংলা


গাজীপুর অফিস: গাজীপুরের রাজেন্দ্রপুর (পূর্ব) ফরেস্ট বিট অফিসারকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বনের জায়গায় রিসোর্ট এর রাস্তা বানানোর অভিযোগ করায় বন অফিসে হামলার চেষ্টা হয়েছে। আত্মরক্ষার জন্য বন অফিস পুলিশকে এনে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

বৃহসপতিবার(১২ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।

রাজন্দ্রেপুর (পূর্ব) বিট অফিসার কে বি এম ফেরদৌস বলেন, আজ বৃহসপতিবার বিভিন্ন দৈনিক পত্রিকায় আমার বিটে জোর করে বনের জায়গা দিয়ে বনের বাগান কেটে ও সীমানা ভেঙে রিসোর্টেও রাস্তা বানানোর অভিযোগে সংবাদ প্রকাশ হয়। ঘটনার সময় স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজ সাহেব উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে ও নির্দেশেই এই অপরাধ সংঘটিত হয়েছে। এই খবর গণমাধ্যমে প্রকাশের জের ধরে আজ সারাদিনই আমার অফিসে হামলা হতে পারে বলে বিভিন্ন ধরণের সংবাদ আসে। বিকেল ৪টার পর কয়েশ লোক আমার অফিসের সামনে জড়ো হতে থাকে। এতে অফিসের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকা দেখা দেয়। অত:পর রেঞ্জ অফিসার স্যার ওসিকে ফোন করে রাজেন্দ্রপুর বন অফিসের নিরাপত্তা নিশ্চিত করেন। আমার আশংকা বন জবরদখলকারীরা যে কোন সময় আমার অফিস ও আমার লোকজনের উপর হামলা করতে পারে। আমি নিরাপত্তা চাই।
এদিকে আরেকটি সূত্র জানায়, রাজেন্দ্রপুর বিট অফিসের সামনে কয়েকশ লোক জড়ো হয়ে প্রতিবাদ সভা করে। মিথ্যা খবর ও বন দখলে বাঁধা না দেয়ার দাবিতে তারা সভা করেন। পুলিশ আসলে তারা চলে যায়। যারা এসেছিলেন তারা সকলেই ক্ষমতাসীন দলের লোক।
প্রসঙ্গত: বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টার পর রাজেন্দ্রপুর এলাকার টেকপাড়ায় বনের জমিতে রিসোর্টেও রাস্তা নির্মান করা হয়। স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ উপস্থিত থেকে জবর দখলের কাজ করান বলে বন বিভাগের অভিযোগ।
স্থানীয় সূত্র জানায়, রাজেন্দ্রপুর-ফাউগান রোডের টেকপাড়া নাম্ক স্থানে টেকপাড়া পাকা রাস্তা থেকে গ্রেডি স্টুডিও নামক রিসোর্ট পর্যন্ত একটি রাস্তা করার জন্য স্থানীয় প্রভাবশালীরা কিছুদিন আগে উদ্যোগ নেয়। বনের জায়গায় জোর করে রাস্তা করার জন্য মাটি কাটা ও বালি ভরাট শুরু হলে বন বিভাগের লোকজন গিয়ে মাটি ভরাট বন্ধ করে নালিশি জায়গায় বাঁশের গেট করে বনের জায়গায় আকাশমনি চারা রোপন ও এফডি খুটি পোতে দেয়। এরপর কে বা কাহারা বন বিভাগের রোপিত চারা গাছ কেটে ফেলে। এই ঘটনায় বন বিভাগ দুই জনকে শনাক্ত করে মামলা দায়ের করে। বুধবার সকাল ১০টার পর গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ নিজে উপস্থিত থেকে লোকজন সাথে নিয়ে বন বিভাগের বাঁশের গেট ভেঙ্গে ফেলে রিসোর্টের রাস্তা নির্মান করেন। ঘটনাস্থল থেকে একটি অজ্ঞাতনামা ফোনে এমপি সবুজ পরিচয়ে স্থানীয় রাজেন্দ্রপুর বিট অফিসারকে হুমকি দিয়ে গালিগালাজ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।

রাজন্দ্রেপুর (পূর্ব) বিট অফিসার কে বি এম ফেরদৌস বলেন, এস এ কামাল নামের এক ব্যাক্তি তাকে ফোন দিয়ে সাংসদ সবুজকে ধরিয়ে দেয় এবং ওই ফোন থেকে সাংসদ সবুজ পরিচয়ে তাকে গালিগালাজ করা হয়। রাস্তার ব্যাপারে বাড়াবাড়ি করলে অফিস থেকে চলে যেতে হবে বলে হুমকিতে বলা হয়েছে। হুমকি দেয়ার সময় এমপি সাহেব ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানান বিট অফিসার ফেরদৌস।

বিট অফিসার ফেরদৌস আরো জানান, রাজেন্দ্রপুর রেঞ্জের অধীন রাজেন্দ্রপুর বিটের আওতায় নিশ্চিন্তপুর মৌজার সিএস দাগ নং ১২৪/আর এস দাগ নং ৩২৪ তফসিলভূক্ত টেকপাড়া নামক এলাকায় সরকারি সংরক্ষিত বনের ভেতর একটি রিসোর্টের রাস্তা সংস্কার করার কারণে বন্ধ করা হয়েছিল। সেই বন্ধ রাস্তায় আকাশমনি চারা রোপন ও এফডি খুটি পোতা হয়েছিল। অদ্য(বুধবার) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ ও তার সমর্থকরা বন বিভাগের অনুমতি ছাড়াই বনের জমিতে রাস্তা চলাচলের জন্য খুলে দেন। কথিত গ্রেডি স্টুডিও নামক রিসোর্ট এর পৃষ্ঠপোষকতা করার জন্য বনের ক্ষতি সত্ত্বেও রাস্তা খোলার নির্দেশ দেন স্বয়ং এমপি মহোদয়। ইতোপূর্বে কৃষ্ণ দেবনাথ ও আলামিন ফকিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে বন বাগানের রোপিত চারা তোলা ও বনের ভেতর ইটের রাস্তা তৈরির অপরাধে তাদের নামে একটি বন মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে গাজীপুর-৩(শ্রীপুর) আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ ধরণের কোন ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত: সম্প্রতি শ্রীপুর উপজেলা পরিষদের একটি সভায় এমপি ইকবাল হোসেন সবুজ বনের জায়গায় ঘরবাড়ি করার ক্ষেত্রে বাঁধা না দিতে শ্রীপুর রেঞ্জ অফিসারকে সভায় দাঁড় করিয়ে শ^াসায়। এই বিষয়ে দৈনিক খোলা কাগজ পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *