বিএনপি এখন পুরনো গাড়ি, ব্যাটারি বসে গেছে: তথ্যমন্ত্রী

Slider ফুলজান বিবির বাংলা

যাত্রাবাড়ীতে দলের ‘শান্তি সমাবেশে’ বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদযাত্রাবাড়ীতে দলের ‘শান্তি সমাবেশে’ বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন পুরনো গাড়ি, এই গাড়ির ব্যাটারি বসে গেছে। তিনি বলেন, ‘বিএনপি কদিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনসহ দলীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘তাদের দল যেমন পুরনো গাড়ির মতো বসে গেছে, ব্যাটারি যাতে ডাউন না হয়, সে কারণে নানা কর্মসূচি দিয়েছে। কিন্তু পুরনো গাড়ি যতই স্টার্ট দেন, তার ব্যাটারি যতই চার্জ দেন, চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়। বিএনপিও কদিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে। আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে, বিএনপি দেশে নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। সরকারি দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে, দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা, জনজীবনে নিরাপত্তা বিনষ্ট করতে না পারে। সে কারণেই শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, কোনও কর্মসূচি হিসেবে নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা ডিসেম্বর মাসে বলেছিল, নয়া পল্টনের সামনেই সমাবেশ হবে এবং সেখান থেকে কোনও অবস্থাতেই যাবে না। শেষ পর্যন্ত কোথায় গেলো, গরুর হাটে গেলো। গরুর হাটে গিয়ে আন্দোলন মাঠে মারা গেলো। এরপর বিভিন্ন সময় বলেছে, সরকারকে ২৪ ঘণ্টা দিলাম, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলাম। আল্টিমেটাম দিয়ে দেখা গেলো— বিএনপির নিজেদেরই দম ফুরিয়ে গেছে। তাদের সমাবেশে আগের মতো আর মানুষ হয় না। আর ভিসানীতি নিয়েও তাদের এত পুলকিত হওয়ার কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *