বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় করে চিকিৎসক বোর্ডের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল। ৮ ঘণ্টা পর তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।