ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহানগরের হাড়িনাল এলাকার একটি ধানক্ষেতের কুচুরিপানার ভেতর থেকে পুলিশ অজ্ঞাত এক যুবকের(৩০) গলিত লাশ উদ্ধার করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় পুলিশ গলিত লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।
তার গাঁয়ে ঈদ মোবারক লিখা সাদা গেঞ্জি ও জিন্সের প্যান্ট রয়েছে। নিহতের গলা রশি দিয়ে বাঁধা ও আঙ্গুল অর্ধগলিত। দেহের বিভিন্ন অংশ মাছ ও পোকামাকড়ে খেয়ে ফেলেছে। লাশের পাশে এক জোড়া প্লাস্টিকের কালো সেন্ডেল পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জয়দেবপু-মার্তা রুটের হানকাটা ব্রীজের উত্তর পাশে হাড়িনাল উত্তর পাড়া গ্রামের জনৈক ইয়াজ উদ্দিনের কর্দমাক্ত খালি ধানক্ষেতের কুচুরিপানার ভেতরে একটি লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জসিম উদ্দিন লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।