মাসুদ রানা সরকার বগুড়া জেলা প্রতিনিধি :বগুড়া-৫ আসন ( শেরপুর-ধুনট) আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে জনমত জরিপে এগিয়ে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা শেরপুর নিউজের উদ্যোগে গত ২৫ আগষ্ট দুপুর থেকে ২৮ আগষ্ট দুপুর পর্যন্ত তিন দিন ব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই জরিপ পরিচালিত হয়।এতে সর্বমোট ১ হাজার ৫৯৯ জন অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬৮ জন।তার মধ্যে আলহাজ্ব মোঃ- মজিবর রহমান( মজনুর) পক্ষে ৪৫২ জন। আলহাজ্ব হাবিবুর রহমানের পক্ষে ৪৮ জন সামস উল আলম জয়ের পক্ষে নৌকা পাবার জন্য মতামত দেন। এছাড়া তিন জনের কারোর পক্ষেই মতামত দেননি ২১৬ জন এবং মন্তব্য প্রদানে রাজী হননি ১১৫জন।প্রকাশ থাকে যে , আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনের কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। নৌকার হাল ধরতে চাচ্ছেন বর্তমান এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান (মজনু), সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস উল আলম জয়সহ আরো কয়েক প্রার্থী।