গ্রাম বাংলা ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার রুপসী গাছুয়াপাড়া গ্রামে দুই সহধর্মিনীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ ওই স্বামীকে আটক করে দুই লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় চাল ব্যবসায়ী ইলিয়াছ মিয়া (৫০) পারিবারিক কোলহের জের ধরে ১ম স্ত্রী মমেনা বেগম (৪০) ও ২য় স্ত্রী মোকছুদা বেগমকে (৩৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
গ্রামবাসী জানান, প্রথমে দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানের জননী মকছুদা বেগমকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী ইলিয়াস। পরে প্রথম স্ত্রী ও তিন সন্তানের জননী মমেনা বেগম বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ইলিয়াস। ইলিয়াসকে এলাকাবাসী আটক করেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল লিখেন। লাশ দুটি ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।