বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠন আজ শনিবার রাজধানীর সকল প্রবেশমুখে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তবে আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগ বিবেচনায় সকল অবস্থান কর্মসূচি পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
গতকাল শুক্রবার রাতে তিনি জানান, রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি। তাই তাদের আগামীকাল অবস্থান কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি।
এরআগে রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কমিশনার খন্দকার গোলাম ফারুক। গতকাল রাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা কাউকে পথ আটকাতে দেব না। যদি কেউ আটকায়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’