মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ’জাস্টিজ ফর অল’এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার ৯ টি লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এতে ৩০০টি গাছের চারা রোপণ করা হয়। গত শনিবার,১ জুলাই ফুলবাড়ীর গোরস্থান মহাশ্মশান রোডে দুপুরে বৃক্ষ রোপণ শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম।বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২ এর পিডিজি লায়ন মোজাম্মেল হক পিএমজেএফ, “বৃক্ষ রোপন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাখেন। পুলিশ সুপার বলেন, “বৃক্ষ আমাদের জীবন বাচাঁয়। যে বৃক্ষ নিধন হচ্ছে সে ভাবে রোপন হচ্ছে না। গ্রীন হাউস ইফেক্টের কারনে আজ সমগ্র পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে,আমাদের সচেতন হতে হবে।বগুড়ার ৯টি ক্লাবের এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। ” বৃক্ষরোপণ অনুষ্ঠানে পিডিজি লায়ন মোজাম্মেল হক বলেন, “আজ কেন্দ্রীয় লায়ন্স জেলা গভর্নর বিচারপতি ড: বশির উল্লার ডাকে সাড়া দিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসুচী পালন করছি বগুড়ার ৯টি ক্লাব একসাথে।”আরও ছিলেন আরসি হেডকোয়ার্টার লায়ন সুলতান মাহমুদ চৌধুরী, নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন মুক্তার আলম এমজে এফ, রিজিয়ন চেয়ারপার্সন ক্লাবস লায়ন আব্দুল মোবিন, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার মাহমুদ হোসেন পিন্টু, করতোয়া ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেজাউল করিম, তন্ময় ক্লাব প্রেসিডেন্ট লায়ন কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, আইডিয়াল ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা আহছানুল হক দুলাল, সদ্য প্রেসিডেন্ট লায়ন একরাম হোসেন, সিটি ক্লাব প্রেসিডেন্ট লায়ন নুর এ আলম,সাফা ক্লাব প্রেসিডেন্ট লায়ন শহিদুল আলম, মহাস্হান ক্লাবের প্রেসিডেন্ট লায়ন তাজিন আহম্মেদ টিটো, সংশপ্তক ক্লাবের পিপি লায়ন দেবদুলাল দাস, বগুড়া ক্লাব পাষ্ট প্রেসিডেন্ট ইন্জি: লায়ন নজরুল ইসলাম, বগুড়া ক্লাবের সেক্রেটারি লায়ন আবু জাফর মো: রেজা সহ ৯টি ক্লাবের আরো লায়ন ও লিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন নেতাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Quick Reply