খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক আলাপ হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, ‘ঈদ উপলক্ষে চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল। এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।’
ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। প্রায় দুই ঘণ্টা পর নেতারা ফিরোজা থেকে বের হন।
এ সময় অপেক্ষমান সাংবাদিকদের জমির উদ্দিন সরকার বলেন, ‘ঈদ উপলক্ষে চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল। এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন এটা বলা যাবে না। তবে উনার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।’
এ সময় তিনি জানান, ঈদ উপলক্ষে দেশবাসীকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘দেশবাসী আশা করে উনি ভালো চিকিৎসা পাবেন। দেশবাসী চায়, উনার স্বাস্থ্য ঠিক থাকুক। উনার স্বাস্থ্য ঠিক হলে উনি রাজনীতি করবেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।