চলমান আন্দোলন বেগবান করতে যুগপৎভাবে কর্মসূচি করা জোট ও দলগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণা কীভাবে এবং কবে নাগাদ এক দফা আন্দোলন শুরু করা উচিত- তা নিয়ে জোট নেতারা মতামত দেন। এতে ১২ দলীয় জোট নেতারা বিভক্ত মতামত দিলেও সর্বোপরি ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ বিএনপির ওপর ছেড়ে দেন।
বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
এ ছাড়া মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ ও মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম প্রমুখ অংশ নেন।