পৃথিবী ‘সত্যিই এখন বেশ অসুস্থ’

Slider সারাবিশ্ব

নতুন এক গবেষণায় দেখা গেছে, বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত আটটি সুরক্ষাসীমার মধ্যে পৃথিবী সাতটি ভঙ্গ করেছে এবং ‘বিপজ্জনক অঞ্চলে’ প্রবেশ করেছে। খবর : ভয়েস অব আমেরিকা। গবেষণা প্রতিবেদনটি গত বুধবার ছাপা হয় নেচার সাময়িকীতে। গবেষণায় জলবায়ু, বায়ুদূষণ, ফসফরাস ও নাইট্রোজেন দূষণের ফলে সারের অত্যধিক ব্যবহার, ভূগর্ভস্থ পানির সরবরাহ, ভূপৃষ্ঠের তাজা পানি, অনির্মিত প্রাকৃতিক পরিবেশ এবং সামগ্রিক প্রাকৃতিক ও মানব-নির্মিত পরিবেশের ওপর আলোকপাত করে ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট গ্রুপ আর্থ কমিশন।

গবেষণায় পূর্ব ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকার কিছু অংশ এবং ব্রাজিল, মেক্সিকো, চীন ও যুক্তরাষ্ট্রের পশ্চিমের কিছু অংশে ‘হট স্পট’ পাওয়া গেছে। এর কারণ মূলত জলবায়ু পরিবর্তন। উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল মিঠা পানির মানদণ্ড পূরণ করে না।

প্রতিবেদনে মানদণ্ড হিসেবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের সীমারেখা প্রয়োগ করা হয়েছে। বিশ^নেতারা ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে প্রাক-শিল্পকালের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ব্যাপারে সম্মত হয়েছিলেন।

গবেষকরা বলছেন, পৃথিবী এখন পর্যন্ত প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *