‘‌‌‌আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের’

Slider জাতীয়


কাউকে গরীব করে কিছু অর্জন করতে চান না, বরং ‘সবার জন্য ভালো’ একটি বাজেটই উপহার দিতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‌ ‌‘আমিও গরীবের সন্তান ছিলাম। এক সময় আমি গরীব ছিলাম। আমি জানি গরীব হওয়াটা কত কষ্টের।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি বাজেট সম্পর্কে যতবার আলোচনা করেছি, প্রত্যেকবার একটি কথা বলেছি যে, উইন উইন সিচুয়েশন; আমিও গরিবের সন্তান ছিলাম। এক সময় গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে এখানে কিছু অর্জন করব এটা আমরা চাই না। আমরা চাই…সবাইকে নিয়ে, সবার জন্য আমরা বাজেটটি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রায়। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না এবং এ দেশের মানুষকেও আমরা ঠকাব না, আমরা হারাব না।’

দরিদ্রদের জন্য বাজেটে কী থাকবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘আমাদের সোশ্যাল সেফটি নেট কত বড়! এটাতে একদম দুই হাত উজাড় করে দিয়ে আমরা সাহায্য করছি।’

বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, যা হবে তার পঞ্চম বাজেট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা ১৫তম বাজেট। এবার যে বাজেট মুস্তফা কামাল দিতে যাচ্ছেন, তার আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *