আর্জেন্টিনা দল ঘোষণা: মেসির সঙ্গী যারা

Slider খেলা

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এশিয়া সফরে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৭ সদস‍্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে প্রত্যাশিতভাবেই রয়েছেন লিওনেল মেসি। তবে চোটের কারণে আরমানি-মার্তিনেস-দিবালা-গোমেসদের দলে রাখেননি তিনি।

জাতীয় দলের জার্সিতে অপেক্ষা এবার ফুরাতে পারে আলেহান্দ্রো গারনাচোর। ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী এই তরুণকে নেওয়া হয়েছে। এছাড়া ডাক পেয়েছেন পিএসভির গোলরক্ষক ওয়াল্তার বেনিতেস, অলিম্পিক মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি ও লঁসের ফাকুন্দো মেদিনা।

সেরি আ চ্যাম্পিয়ন নাপোলির স্ট্রাইকার জিওভানি সিমিওনেকেও ডেকেছেন কোচ। তিনি আবার আর্জেন্টাইন কিংবদন্তি ও বর্তমানে আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। তবে গোঁড়ালিতে অস্ত্রোপচার করতে হবে বলে ইন্টার মিলান লাউতারো মার্তিনেসকেও ডাকেননি আর্জেন্টিনা কোচ। এছাড়া চোট সমস‍্যায় আপাতত মাঠের বাইরে থাকা পাওলো দিবালাও নেই দলে। দীর্ঘ লড়াই শেষে সবে মাঠে ফেরা আলেহান্দ্রো গোমেসকেও ডাকেননি কোচ।

আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ১৯ জুন জাকার্তায় প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ম্যাচের আর্জেন্টিনা দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (আয়াক্স), ওয়াল্তার বেনিতেস (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), মার্কোস আকুনিয়া (সেভিয়া)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), এনসো ফের্নান্দেস (চেলসি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল দি মারিয়া (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমেওনে (নাপোলি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *