তীব্র গরমে কম্বল বিতরণ করলেন নেতা!

Slider বিচিত্র

তীব্র দাবদাহে কম্বল বিতরণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। অসহ্য গরমে কম্বল বিতরণ করে সমালোচনার শিকার হচ্ছেন রাজ্যটিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এ নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত কয়েক দিন ধরে প্রখর রোদের তাপে মানুষ হাঁসফাঁস করছেন। করিমপুরেও তাপমাত্রা চলছে ৩৯-৪০ ডিগ্রির মধ্যে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিমলেন্দু সিংহ রায় গত সোমবার করিমপুর বিধানসভার হরেকৃষ্ণপুর অঞ্চলের পীরতলায় এক অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করেন। সেখানে ধুতি কাপড়ের পাশাপাশি বেশ কিছু কম্বল বিতরণ করেন তিনি। তা নিয়ে শুরু শুরু হয় সমালোচনা।

তবে বিতর্ক উড়িয়ে দিয়ে বিমলেন্দু দাবি করেছেন, ‘যাদের সমালোচনা করা অভ্যাস, তারা করবেন। আসন্ন ঈদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুদ ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলো দিয়েছিলাম। যাদের কোনো কাজ নেই তারাই এ সব নিয়ে হইচই করে।’

সিপিআই(এম)-এর করিমপুর-১ আঞ্চলিক কমিটির সম্পাদক সন্দীপক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তার মাথা-টাথা খারাপ হয়েছে কি না, একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত।’

করিমপুর বিধানসভার বিজেপির আহ্বায়ক মৃগেন বিশ্বাস বলেন, ‘এই গরমের মধ্যে মানুষ হাঁসফাঁস করছে, সেই সময় এলাকার কোথায় পানির সঙ্কট আছে কি না, বিধায়কের দেখা উচিত। কিন্তু বাস্তবে কম্বল দিয়ে নিজেই হাসির খোরাক যুগিয়েছেন।’

ফেসবুকে এ দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘প্রখর দাবাদাহে মাননীয় বিধায়কের কম্বল বিতরণ পাগলামি নাকি বিনাশ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *