পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম আজ বুধবার শেষ হয়েছে। এর আগে, গত গত রোববার থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিনজন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চারজন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাতজন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে ভোটগ্রহণ হবে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে ২১ জুন।