টিসিবির পণ্য কার্ডধারীদের কাছে বিক্রি না করে ঢাকা মহানগর দক্ষিণ ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে মজুদের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকার কার্ডধারীদের মধ্যে চলছে চাপা ক্ষোভ। ওয়ার্ড কাউন্সিলর দলীয় অনুষ্ঠানে ওই পণ্য নিজের সমর্থকদের মধ্যে বিতরণ করবেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, টিসিবি পণ্যের বেশকিছু বস্তা মজুদ করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুলের কার্যালয়ে। অথচ ওই পণ্য কাউন্সিলরের অফিসে থাকার কথা নয়। ওই পণ্য থাকবে টিসিবির সংশ্লিষ্ট ডিলারের কাছে এবং ডিলাররা কার্ডধারীদের মাঝে ওই পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করবেন। স্থানীয় সূত্র জানান, পল্টন থানা আওয়ামী লীগের অনুষ্ঠান রয়েছে, যেখানে গরিবের মাঝে ত্রাণ বিতরণের পরিকল্পনা আছে। ওই অনুষ্ঠানে কাউন্সিলর আবুল টিসিবির এই পণ্য তার সমর্থকদের মাঝে বিতরণ করবেন বলে স্থানীয়দেরকে জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে জানার জন্য কাউন্সিলর আবুলের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।