ট্রাম্পকে কেন হাতকড়া পরানো হবে না

Slider সারাবিশ্ব


মার্কিন ইতিহাসে প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। প্রাক্তন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেবার জন্য দেশটির স্থানীয় সময় গত বৃহস্পতিবার ডেনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ডোনাল্ড ট্রাম্পকে এখন আদালতে হাজির করানোর প্রস্তুতি চলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার দেশটির স্থানীয় সময় দুপুরে ট্রাম্পের মামলার শুনানি হবে। ট্রাম্প যখন ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে যাবেন তখন তাকে ঘিরে থাকবে ফেডারেল এজেন্টরা।

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না। এর কারণ হিসেবে বলা হয়েছে সাধারণত তাদেরকেই হাতকড়া পরানো হয় যাদের ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
স্টর্মি ড্যানিয়েলস ও ট্রাম্প

এবিসি টেলিভিশনকে ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা বলেন, ট্রাম্প সম্ভবত মঙ্গলবার আদালতে যাবেন। কিন্তু কিছুই নিশ্চিত নয়। তিনি এসময় নিশ্চিত করেছেন, ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের আদালতে যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে সিক্রেট সার্ভিসের কয়েক ডজন বা সম্ভবত একশরও বেশি সদস্য জড়িত থাকবেন। ট্রাম্প যখন ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে যাবেন তখন তাকে ঘিরে থাকবে ফেডারেল এজেন্টরা।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ফ্লোরিডা থেকে তার ব্যক্তিগত বিমানে করে যাবেন। সেইসময় তার সুরক্ষার দায়িত্বে থাকবে ওই এজেন্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *