ঢাকা: কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার (২৩ জুন, ০৬ রমজান) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেন বিএনপি প্রধান।
এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন আহমেদ, উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, রিয়াজ রহমান, বিএনপির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, গিয়াস কাদের চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ।
এর আগে সোমবার (২২ জুন) বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এবং রমজানের প্রথম দিন (১৯ জুন) এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।