স্বর্ণের দরে ব্যাপক উত্থান

Slider অর্থ ও বাণিজ্য


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরে ব্যাপক উত্থান ঘটেছে। শুধু বুধবারই (১৫ মার্চ) মূল্যবান ধাতুটির মূল্য বেড়েছে ১ শতাংশের বেশি। এতে গত ফেব্রুয়ারির শুরুর পর স্বর্ণের দাম সর্বোচ্চে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে। এতে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা। পরিবর্তে বুলিয়নে অর্থ খাটাচ্ছেন তারা। ফলে স্বর্ণের দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯২৪ ডলার ৬৩ সেন্টে।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ১৯৩১ ডলার ৩০ সেন্টে।

আকস্মিক যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের পতন ঘটেছে। পাশাপাশি সুইজারল্যান্ডের শীর্ষতম ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।

এতে ইউরোপের ব্যাংকগুলোর শেয়ার দর পড়ে গেছে। সম্প্রতি সুইস ব্যাংকে আর আর্থিক সহায়তা দিতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্রেডিট সুইস। এতে ব্যাংটির শেয়ার মূল্য ব্যাপক হ্রাস পেয়েছে।

শিকাগোর ব্ল লাইন ফিউচার্সের প্রধান বাজার বিশ্লেষক ফিলিপ স্ট্রেইবল বলেন, ক্রেডিট সুইস নিয়ে বড় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইউরোপিয়ান ব্যাংকগুলো চাপে পড়েছে। ফলে এখন বাণিজ্যটা হয়ে গেছে পুরোটাই নিরাপদ-আশ্রয় নির্ভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *