বলিউডের প্রেম ও পরিণয়— মাঝে মাঝে বেশ গোলমেলে মনে হয়। কে যে কখন কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন বোঝা দায়! তেমনি এক জন করিনা কপূর খান। করিনা ও শাহিদ কপূরের প্রেম এক সময় তোলপাড় করেছিল হিন্দি ফিল্ম জগত্। বলিউড ও দর্শককুল যখন তাঁদের প্রায় ছাদনাতলায় বসিয়েই দিল সে সময় ‘ব্রেক আপ’-এর ঘোষণা করেন তাঁরা। তার পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। করিনা এখন হয়েছেন পটৌডি পরিবারের ছোট বেগম। প্রায় তিন বছর আগে সইফ আলির সঙ্গে তাঁর ‘নিকাহ’ হয়েছে। সুখী গৃহকোণ সামলে অভিনয়ও করছেন সমান ভাবে। অপর দিকে, তাঁর ‘এক্স’ শাহিদ কপূরও পিছিয়ে নেই কোনও অংশে। একটার পর একটা বক্স অফিস হিট ছবির পর এ বার তিনিও নতুন জীবনের দিকে হাত বাড়িযেছেন। দিল্লিবাসী মীরা রাজপুতের সঙ্গে আর কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর বিয়ে। এ খবর ইন্ডাস্ট্রিতে চাপা থাকার কথা নয়! কিন্তু ‘বন্ধু’ করিনা এ খবর জেনেছিলেন অনেক আগেই। শাহিদের আসন্ন মুক্তিপ্রাপ্ত ‘উড়তা পঞ্জাব’ ছবির সহ-অভিনেতার নাম হিসেবে করিনার নাম তিনিই রেকমেন্ড করেছিলেন পরিচালক অভিষেক চৌবের কাছে। সেই সূত্রে আবার তাঁরা ‘বন্ধু’ হয়েছেন। শাহিদের বিয়ের খবর শুনে খুবই খুশি করিনা। তাঁর কাজের প্রশংসা করে বলেন, “হায়দর ছবিটি না দেখলেও দিদি করিশ্মা দেখে মুগ্ধ হয়েছেন।” নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছাও জানিয়েছেন শাহিদকে।