শান্তিতে নোবেলজয়ীকে ১০ বছরের কারাদণ্ড দিল বেলারুশ

Slider সারাবিশ্ব

২০২২ সালে শান্তিতে নোবেল বিজয়ী ও বেলারুশের শীর্ষ মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯৬ সালে সড়কে বিক্ষোভ দমনের জন্য বেলারুশের সর্বোচ্চ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর চালানো বর্বর হামলার প্রতিবাদে ভিয়াসনা মানবাধিকার সেন্টার প্রতিষ্ঠা করেন আলেস বিলিয়াতস্কি। এই সংস্থারই বিলিয়াতস্কিসহ আরও তিনজন শীর্ষ কর্মকর্তাকে সরকারবিরোধী কর্মকাণ্ডে অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত করেছেন বেলারুশের আদালত।

২০২০ সালে নির্বাচন ঘিরে ব্যাপক প্রতিবাদের ঘটনার পর এসব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় এবং জেল হয়। ১৯৯৪ সালে লুকাশেঙ্কো দেশটির ক্ষমতায় আসীন হওয়ার পর দেশটির বিরোধী ও নিরপেক্ষ মিডিয়ার ওপর করা খড়গ বসান।

বিলিয়াতস্কির সমর্থকেরা বলছেন, তাকে নিশ্চুপ করতেই এই রায়। বেলারুশের নির্বাসিত বিরোধীদলীয় নেতা স্বেতলানা তিখানভস্কায়া বলেছেন, এই সাজা সোজা কথায় ভয়ঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *