ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার হুগলি জেলার কুলপি বন্দরের কিছু দূরে দুই পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাংলাদেশি জাহাজ আংশিক ডুবে গেছে বলে জানিয়েছে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ (আইডব্লিউএআই)। খবর পিটিআই-এর।
পশ্চিমবঙ্গের পুলিশ ধারণা করছে, নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি জাহাজ থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবার দেশটির স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ কুলপি থানার অন্তর্গত হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি জাহাজটি ছাইবোঝাই ছিল। হুগলি নদী দিয়ে যাওয়া সময় আরেকটি পণ্যবাহী জাহাজ উল্টো দিক থেকে এসে জাহাজটিকে মুখোমুখি ধাক্কা মারে। এর জেরে জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ধীরে ধীরে হুগলি নদীতে ডুবে যেতে থাকে।
পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজটি নদীতে ডুবে গেছে। উদ্ধারকৃত ৯ জনকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ওই জাহাজের একজন প্রতিনিধি বলেন, জাহাজের একাংশ ডুবে গেছে এবং ইঞ্জিনরুপে পানি ঢুকেছে। তিনি বলেছেন, জাহাজটি এখনও উদ্ধার করা সম্ভব।