জেদ্দায় কনসাল জেনারেল হিসাবে যোগ দিচ্ছেন শহীদুল করিম

জাতীয় বাংলার সুখবর সারাবিশ্ব

flage

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব  ব্যুরো চীফ
রিয়াদঃ জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল হিসাবে যোগ দিচ্ছেন লন্ডন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর ১ একেএম শহীদুল করিম।

চলতি সপ্তাহে শহীদুল করিম নতুন কর্মস্থল জেদ্দা কনস্যুলেটে যোগদান করবেন বলে কনস্যুলেটের একটি বিশ্বস্ত সুত্র  নিশ্চিত করেছে

জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল ইসলাম এর স্থলাবিষিক্ত হচ্ছেন শহীদুল করিম।
এদিকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল মোঃ নাজমুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেদ্দা প্রবাসী আওয়ামী যুবলীগ।

শনিবার স্থানীয় মেহেরান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দা যুবলীগ সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হাসান শামিম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদায়ী কনসাল জেনারেল মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসেন,  মোয়াজ্জম হোসেন আনোয়ার, দেলোয়ার হোসেন সরকার, শারতাজুল আলম দিপু, কাজী আবদুল আওয়াল, ইউসুফ মাহমুদ ফরাজী এবং ফজলুল কবির ভিকু প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান দিলুর সঞ্চালনায় বিদায়ী অতিথিকে ফুলের তোড়া এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বক্তারা বিদায়ী কনসাল জেনারেল মোঃ নাজমুল ইসলামের কূটনৈতিক সাফল্যের ফিরিস্তি তুলে ধরে প্রবাসীদের কল্যাণে গরুত্বপূর্ণ অবদানের জন্যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সৌদি বাদশার দেয়া সাধারণ ক্ষমার আওতায় আট লাখ প্রবাসী বাংলাদেশির বৈধতা পাওয়া এবং ত্রিশ হাজারের অধিক প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর বিষয় উল্লেখ করে বক্তারা বলেন, কানসাল জেনারেলের সুযোগ্য নেতৃত্বে কনস্যুলেট কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গনের ব্যক্তি-গোষ্ঠির সহায়তায় রাতদিন পরিশ্রম করে, যে বিপুল কর্মযজ্ঞ সম্পাদন করে তিনি যে নজির তিনি সৃষ্টি করে গেছেন তা অভিবাসীদের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

বিদায়ী অতিথি কনসাল জেনারেল মোঃ নাজমুল ইসলাম বিদায় সংবর্ধনার আয়োজন করার জন্যে আয়োজকদের ধন্যবাদ জানান।

এছাড়াও তিনি সরকারী দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে যে সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছেন এর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান নাজমুল ইসলাম।

উল্লেখ্য নাজমুল ইসলাম ২০১০ সালের ১০ আগষ্ট জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসাবে যোগদান করেন। চার বছর কনসাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করার পর চলতি বছত তাকে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রনালয়ে বদলী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *