দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ, রসুন ও শুকনা মরিচের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৮ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮ টাকায়, ভারত থেকে আমদানিকৃত রসুন প্রতি কেজি ৩০ টাকা কমে বিক্রি ৬০ টাকায় এবং আমদানিকৃত শুকনা মরিচ কেজি প্রতি ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৮০ টাকা দরে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে রমজান মাসে দাম বৃদ্ধি হবে না বলে জানান ব্যবসায়ীরা।
হিলি বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি বলেন, এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্য পণ্যের দাম কমেছে। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে রমজানে দাম বাড়বে না। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।