পাচারের শিকার ৪৭ বাংলাদেশী আজ রাতে থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন। আজ সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে ৪৭ জন বাংলাদেশিকে বহন করা বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া মানবপাচারের শিকার ৩৭ বাংলাদেশী ১৭ জুন মিয়ানমার থেকে দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। ফেরত আসারা সম্প্রতি মানবপাচার হওয়াদের মধ্যে কেউ নন। অনেক আগেই তারা মানবপাচারের শিকার। থাইল্যান্ড পুলিশের হাতে একপর্যায়ে তারা ধরা পড়েন। পরে তাদের বাংলাদেশী হিসেবে বিভিন্ন প্রক্রিয়ায় শনাক্ত করা হয়। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।