মোঃ সামদানি হোসেন বাপ্পি ময়মনসিংহ প্রতিনিধি: নিয়ম-নীতির তোয়াক্কা না করে সাদ ব্রিকসে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম, ছাড়পত্র বিহীন এইসব ইটভাটার কারণে আবাদি ফসলের ব্যাপক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ কৃষক গন।
এলাকার সাধারন জনগনের অভিযোগ সাবেক চেয়ারম্যান শাজাহানের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পায়না, তারা ক্যাডার বাহিনীর ভয়ে এলাকার সাধারণ জনগণ কোণঠাসা হয়ে পড়েছে, হারিয়ে ফেলেছে মুখের ভাষা, প্রতিনিয়তই তাদের ভেতরে একটা ভয়-ভীতি কাজ করে বলে জানিয়েছে কিছু সংখ্যক খেটে খাওয়া সাধারণ মানুষ ।
কয়লার মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে হাজার হাজার মন কাঠ পুড়েছে ত্রিশাল উপজেলার বেশ কিছু সংখ্যক ইট ভাটা, উজাড় হচ্ছে বনভূমি, যা পরিবেশের জন্য অত্যন্ত মারাত্মক হুমকি, ভাটায় কাঠ পুড়ানো নিষিদ্ধ থাকলেও ইট ভাটার মালিকগণ আইনের কোনকিছু তোয়াক্কা করছে না, জীব বৈচিত্র ও পরিবেশের ক্ষতিকারক এসব ইটভাটা, কবে বন্ধ হবে এসব অবৈধ ইট ভাটা সেই প্রশ্ন এখন পরিবেশ বিশেষজ্ঞদের কাছে।
সচেতন মহল দ্রুত এসব ইটভাটা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন সর্বমহলের জনসাধারণ।