ফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি : জিএম কাদের

Slider রাজনীতি

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ব্যতিরেকে বিশেষ ব্যক্তিদের টার্গেট করে তাদের ফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি। এটি সংবিধানের লঙ্ঘন।
তিনি বলেন, শুনতে পাচ্ছি, দেশে ব্যাপকভাবে গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ ও আইনজীবীর ফোনে আড়িপাতা হচ্ছে।

এ সময় সড়ক দুর্ঘটনার বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে অনেক প্রকল্প হচ্ছে, ব্যয় হচ্ছে। অথচ, প্রকল্প শেষই হচ্ছে না। অন্যদিকে সড়কে যানজট, দুর্ঘটনা ও মৃত্যু বাড়ছে।

জিএম কাদের বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর একটি আইন করা হয়। এরপর ওই সময়ে দুর্ঘটনা কিছুটা কমেছিল। কিন্তু পরবর্তীকালে আইনটি বাস্তবায়ন না হওয়ায় আবার আগের মতো দুর্ঘটনা বাড়ছে।

তিনি বলেন, আইন প্রয়োগকারীরা মালিক শ্রমিক সংগঠনগুলোকে বেশি গ্রাহ্য করেন। এখানে দুর্নীতিও বড় ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *