ওবায়দুল কাদেরকে যে চ্যালেঞ্জ ছুড়লেন হিরো আলম

Slider বাংলার মুখোমুখি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে ভোট পুনর্গণনার আবেদন জমা দেওয়ার পর তিনি এই আহ্বান জানান।

হিরো আলম বলেন, ‘সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন, আসুন, খেলা হবে। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে খেলতে হবে না ৷ আমি হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর আপনি দলীয়ভাবে দাঁড়ান। শুধু আমার সঙ্গে বগুড়া-৪ আসনে নির্বাচন করুন, সিসি ক্যামেরা বসান। দেখুন কে জেতে?’

হিরো আলম আরও বলেন, ‘ভোট গণনা নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সব ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। ৪৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে আমি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করেছি। তারা আমার আবেদন গ্রহণ করেছেন। তবে কবে ফলাফল আবার গণনা করবেন, সে বিষয়ে কিছু জানাননি। যদি তারা সাড়া না দেন, আমি হাইকোর্টে যাব।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকত। বিএনপির কোনো লোক আমার সঙ্গে ছিল না। এ সবকিছু লোকের বানানো কথা। শুধু বিএনপির মির্জা ফখরুল স্যার নন, সারা বিশ্ব ও বাংলাদেশ আমার পক্ষে কথা বলেছেন।’

১ ফেব্রুয়ারি উপনির্বাচনে বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ-সমর্থিত জাসদ প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *