ভোটের পরদিন ‘নিখোঁজ’ প্রার্থীর খোঁজ দিল পুলিশ

Slider রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ তার ঢাকার বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের আগে তিনি নিখোঁজ ছিলেন। নির্বাচনের ঠিক একদিন পর তার খোঁজ দিল পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন বলেন, ‘আসিফের নিখোঁজের বিষয়ে আশুগঞ্জ থানায় করা জিডির তদন্ত চলছিল। তদন্তের ফাঁকে আজ বেলা ১২টার দিকে তার স্ত্রী মেহেরুন নিছার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আশুগঞ্জ থানার ওসিকে জানান, তিনি তার স্বামীর খোঁজ পেয়েছেন। তিনিও ঢাকায় আছেন। তারা ব্রাহ্মণবাড়িয়ার পথে রওনা হয়েছেন।’

উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন নিছা স্বামীর সন্ধানের দাবিতে ই-মেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *