ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে জাপা প্রার্থী জয়ী

Slider রংপুর

ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

হাফিজ উদ্দিনের নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। ১৪ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

এরআগে, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মেঘলা আবহাওয়া এবং ঠাণ্ডা বাতাসের কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের আগে বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। দুপুরের পরে কিছু কিছু কেন্দ্র ফাঁকা হয়ে যায়। বসে অলস সময় পার করেন ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টরা।

এ আসনে ১২৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন। প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ দুইজন মহিলা পুলিশ আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজর দারিতে ছিলেন। অসনটিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *