মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ লাখ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত ২৪ জানুয়ারি, মঙ্গলবার, রাত আনুমানিক ১০ টার দিকে জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই দুইজন হোল- গাবতলির সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে শহীদ (৩৭) এবং একই উপজেলার জয়ভোগা উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে সাজু ওরফে সুজা (৩৭)। ২৫ জানুয়ারি, বুধবার, ডিবি পুলেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জেলার গাবতলী উপজেলায় জাল নোটের কারবার হচ্ছে। তখন বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে তাদের একটি টিম গাবতলীর সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকিয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ লাখ টাকার জাল নোটসহ ওই দুইজনকে আটক করা হয়।বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার হওয়া আসামীদের মধ্যে এর আগেও শহিদের নামে ১ টি ও সাজুর বিরুদ্ধে ২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।