গ্রাম বাংলা ডেস্ক:
দশম সংসদের প্রথম অধিবেশনে কোরাম-সঙ্কটে আট কোটি টাকা অপচয় হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ সোমবার টিআইবি দশম জাতীয় সংসদের পার্লামেন্ট ওয়াচ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দশম সংসদের প্রথম অধিবেশনে কোরাম-সঙ্কট অষ্টম ও নবম সংসদের তুলনায় হ্রাস পেয়েছে। তবে এবারের কোরাম-সঙ্কট ছিল ১৭ ঘণ্টা সাত মিনিট। এর অর্থমূল্য আট কোটি টাকা।
প্রতিবেদনে আরো বলা হয়, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের গড় উপস্থিতি ৬৪ শতাংশ। এই অধিবেশনে মোট ৩৬ কার্যদিবস সংসদ পরিচালিত হয়। এতে সময় ব্যয় হয় ১১৩ ঘণ্টা ৫১ মিনিট। সংসদ নেতা উপস্থিত ছিলেন ৩২ দিন। বিরোধীদলীয় নেতার উপস্থিতি ১৪ দিন। আর মন্ত্রীদের উপস্থিতি ছিল ৫১ শতাংশ।
এবারের অধিবেশনে নির্বাচনী এলাকার বক্তব্য, নবম সংসদের বিরোধী দলের সমালোচনা, নিজ দলের প্রশংসা, ব্যক্তি ও পারিবারিক বিষয় উপস্থাপন, প্রয়াত একজন রাষ্ট্রপতির সম্পর্কে অসাংবিধানিক ভাষার ব্যবহার, সংসদ নেতার বক্তব্যের বিষয়, নবম সংসদের বিরোধীদলীয় নেতার সমালোচনা এবং এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিরোধী দল সরকারের অংশ হয়ে গেছে। এ জন্য তারা আত্মপরিচয় সঙ্কটে রয়েছে। তারা বিরোধী দল, নাকি সরকারি দল? তিনি বলেন, সংসদে সরকারি দলের প্রশংসা বেড়েছে ও বিরোধীদের সমালোচনা বেড়েছে। অসংসদীয় ভাষার ব্যবহার অব্যাহত রয়েছে। যার বিষয়ে রুলিং দেননি স্পিকার।