আজ শমী কায়সারের জন্মদিন

Slider বিনোদন ও মিডিয়া


আজ অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন। অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। এখন অবশ্য তিনি অভিনয়ে নিয়মিত নন। সময় পেলে মাঝে মাঝে অভিনয় করেন। ১৯৮৯ সালে মরহুম আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় বিটিভির ‘কে বা আপন কে বা পর’ নাটকের মাধ্যমে শমী কায়সার অভিনয়ে আসেন। ইমদাদুল হক মিলনের রচনায় ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যতো দূরে যাই’তে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। এরপর একে একে বহু নাটকে অভিনয় করেন। তিনি সর্বশেষ ২০১৮ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটক ‘সাড়ে তিনখানা চিঠি’তে অভিনয় করেন। এরপর তাকে আর নতুন কোনো নাটকে অভিনয়ে দেখা যায়নি। শমী কায়সার বলেন, নিজেকে এতো কাজের সঙ্গে জড়িয়ে নিয়েছি যে, অভিনয়ে আলাদাভাবে সময় দেয়া কঠিন হয়ে পড়েছে। মাঝে মধ্যে অভিনয় করি একান্ত ভালোলাগা থেকে। তবে আমি যা কিছুই করিনা কেন, অভিনয় আমার ভালোলাগা, ভালোবাসা। হৃদয়ের গভীরে আমি অভিনয় অনুভব করি। উল্লেখ্য, শমী কায়সার অভিনীত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাছনরাজা’ এবং তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালন’ সিনেমা দু’টিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *