আমাদের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

Slider সারাবিশ্ব

দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানি স্টাডিজ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের দরকার নেই। আমরা একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। আমাদের নির্বাচন ভালো কি মন্দ হবে, সেটা ঠিক করবে জনগণ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্র ও মানবাধিকার দুটোই আছে। বিদেশিদের আমাদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ সরকার বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ ব্যালটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’

ড. মোমেন বলেন, ‘আওয়ামী লীগ যথাসময়ে একটি স্বচ্ছ নির্বাচন করতে চায়। আমরা এমন দল না যে, কোনো বড় দলকে নির্বাচন করতে দেবে না। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব।’

দেশর অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্ধু দেশ বলে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের অনেক উপদেশ দেয়। আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভালো প্রস্তাব পেলে সেটা গ্রহণ করে। আমরা যেটা ভালো সেটা গ্রহণ করি। এতে করে আমাদের অর্জন বাড়ে।’

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের যেসব ইস্যু আছে সেগুলো তুলে ধরব। তারা তাদের ইস্যুগুলো তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *