ইজতেমা উপলক্ষ্যে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ

Slider জাতীয়

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তিন দিনব্যাপী এ ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি। ইজতেমাকে কেন্দ্র করে সড়কের যানজট রোধে এক দিন আগেই আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঢাকার প্রবেশ মুখ ট্রাফিক পুলিশের রেকার দিয়ে বন্ধ করে রাখা হয়।

এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে ইপিজেট পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় দুই কিলোমিটার যানজট দেখা গেছে। যানজটে আটকা পড়েছেন ইজতেমার উদ্দেশ্যে যাওয়া মুসল্লিরা।

আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো: জাহিদ হোসেন বলেন, ইজতেমার জন্য মহাসড়কটিতে অনেক চাপ পড়েছে। তাই আপাতত এই সড়কটির প্রবেশ মুখ বন্ধ করে দেয়া হয়েছে। বেড়িবাঁধ ও কামারপাড়ার দিকে চাপ কমে গেলে সড়ক স্বাভাবিক করে দেয়া হবে।

তিনি এ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনের স্টাফদের বিকল্প সড়ক ব্যবহার করা জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, আগামীকাল ১৩ জানুয়ারি শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। যা শেষ হবে ১৫ জানুয়ারি। এরপর আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে ২২ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *