পল্টন কার্যালয়ের সামনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

Slider রাজনীতি


রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বুধবার ১১ জানুয়ারি পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল সংঙ্ঘে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৈঠকে এ অনুমতি দেয়া হয়।
এর আগে সোমবার (৯ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি জন্য অনুমতি চায় দলটি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি। প্রতিটি সাংগঠনিক বিভাগে ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবকে দলনেতা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *