জামিন পাননি বাবুল আক্তার

Slider জাতীয়


ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দেননি আদালত।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‌আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাব।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনকে আসামি করে চট্টগ্রামের খুলশী থানায় বাদী হয়ে মামলা করেন পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানা।

এ দিকে এ মামলায় গত ৩ জানুয়ারি বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান লাবু জামিন পান। তবে, এ মামলার অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *