ঢাকায় একদিনে ৬ ডিগ্রির বেশি তাপমাত্রা কমেছে

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

পৌষের ১৯তম দিনে শীতে নাকাল রাজধানী। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় মঙ্গলবার দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে গেছে অন্তত ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে হিমেল হাওয়া রয়েছে। সেজন্য ঠান্ডাটা তীব্রভাবে অনুভূত হচ্ছে।

তিনি বলেন, শ্রীমঙ্গল ছাড়া দেশে আর কোথাও শৈত্যপ্রবাহ নেই। সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহার অঞ্চলে একটা কুয়াশা অঞ্চল ছিল। সেটি ধীরে ধীরে বেড়ে বাংলাদেশে প্রবেশ করছে। এজন্য দেশের সব জায়গায় শৈত্যপ্রবাহ না থাকলেও বেশি শীত অনুভূত হচ্ছে। এই প্রভাব আরও চার থেকে পাঁচ দিন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *