আড্ডা ছাড়া বাংলাদেশ সফর অসম্পূর্ণ’

Slider বাংলার সুখবর

Modi_00_924637402

 

 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: আড্ডা ছাড়া সফর অসম্পূর্ণ থাকবে মন্তব্য করেছে আবারো বাংলাদেশে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশেষ করে যুবাদের সঙ্গে সময় কাটানোর আর পদ্মায় ভেসে বেড়ানোর বাসনা পোষণ করেছেন তিনি।

সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সন্ধ্যায়  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া বিশেষ বক্তৃতায় তিনি বাসনা পোষণ করেন।

সৌর বিদ্যুতে আস্থা রেখে তিনি বলেন, এক সময় সূর্য সমস্যার কারণ ছিল। কিন্তু এখন সূর্য শক্তিতে পরিণত হয়েছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগপূর্ণ যোগাযোগ রয়েছে বলেও মন্তব্য করেন মোদি।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।

এক চুমুক পানি খেয়ে বক্তৃতা শুরু করেন মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *