২২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২২০টির ফলাফলে জয়ী মোস্তফা

Slider ফুলজান বিবির বাংলা

রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ফলাফল ঘোষণা। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ২২৯টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২২০টির ফলাফল ঘোষণা করেছেন।

এর মধ্যে জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৩০৭ ভোট। হাতি প্রতীক নিয়ে লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩১ হাজার ৯৯১ ভোট। আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২১ হাজার ৭২৯ ভোট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর শেষ হয় ভোট। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ভোটের ফল ঘোষণা। এবার সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে।

স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপির প্রার্থী ছাড়াই মেয়র পদে ৯ জন লড়াই করছেন। এর মধ্যে আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম (গোলাপফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), স্বতন্ত্র মেহেদী হাসান (হরিণ) ও মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি লতিফুর রহমান মিলন (হাতি) প্রতীক নিয়ে লড়ছেন।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *