ভারতের দেওয়া ৫১২ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ

Slider খেলা


চট্টগ্রাম টেস্টে ৫১২ রানের লিড নিয়েছে ভারত। আজ শুক্রবার টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে তারা। ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। সব মিলিয়ে তাদের লিড দাঁড়ায় ৫১২ রানের।

আজ শেষ সেশনে সেঞ্চুরি করেছেন শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে ফিরে যান তিনি। এরপর চেতেশ্বর পূজারাও সেঞ্চুরি তুলে নেন।

১৩০ বলে ক্যারিয়ারের দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নেন পূজারা। টপ অর্ডার এই ব্যাটারের ১৯তম টেস্ট সেঞ্চুরি এটি। সেঞ্চুরি শটে পূজারার রান দাঁড়ায় ১০২*, এরপরই ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। অন্যপ্রান্তে ১৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেছেন খালেদ আহমেদ এবং তাইজুলল ইসলাম। এছাড়া পিঠের ব্যথায় দ্বিতীয় দিনও বল করেননি সাকিব আল হাসান। এছাড়া পিঠের ব্যাথার কারণে পেসার এবাদত হোসেনও বোলিং করেননি।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *