খোলামেলা পোশাকের কারণেই ভূমিকম্প!

Slider গ্রাম বাংলা

77780_Fazlur

 

 

 

নারীরা জিন্স পরেন বলেই রোজরোজ এত ভূমিকম্প, দাবি জামিয়াত উলেমা-ই-ইসলামি ফাজলের প্রধান মাওলানা ফজলুর রহমানের৷ ইসলামবাদে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এ তথ্য। দাবি তুলেছেন, জিন্স পরা নারীদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। এজন্য সরকার আর সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়েছেন এগিয়ে আসার। ‌তাঁর কথায়, খোলামেলা পোশাক পরা নারীরা পারমাণবিক ক্ষেপনাস্ত্র’র মতো৷‌ তাঁদের জন্যই ধ্বংস হচ্ছে একের পর এক সভ্যতা৷‌ বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিচ্ছে বালুচিস্তানে৷‌ দেশে কমছে বিদ্যুতের জোগান৷‌ এমনকি পাকিস্তানে আভ্যন্তরীণ নিরাপত্তার বেহাল দশার জন্যও দায়ী ওই নারীরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *