রাজশাহীতেও থ্রিজি-ফোরজি সেবা বন্ধ

Slider তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় শহরের মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণসমাবেশ শুরু হয়।

এদিকে রাজশাহীতে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সূত্র জানিয়েছে, রাজশাহীতে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখতে বিটিআরসি থেকে মোবাইল টেলিকম অপারেটরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, বেলা ১১টা থেকেই সমাবেশস্থলের আশেপাশে মোবাইলের ইন্টারনেট কাজ করছে না। সমাবেশস্থল থেকে দূরে গিয়েও ইন্টারনেট পাওয়া যাচ্ছে না।

এর আগে গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের দিন সেখানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল। এছাড়া ১৯ নভেম্বর সিলেট, ১২ নভেম্বর ফরিদপুর, ৫ নভেম্বর বরিশাল, ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *